নতুন মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে অ্যামেরিকা সফরে ইনজুরি ও নানা কারণে লামিনে ইয়ামাল, পেদ্রি, গাভিসহ ১০ খেলোয়াড়কে পাচ্ছে না বার্সেলোনা।
রোনাল্ড আরাউহো, পেদ্রি, গাভি, ফ্রেঙ্কি ডি ইয়ং এবং আনসু ফাতি ইনজুরিতে থাকায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন।

এই মাসে স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিততে সহায়তা করার পর ছুটিতে থাকায় সফরে যেতে পারবেন না লামিন ইয়ামাল এবং ফেরান তোরেস।

এছাড়া পাউ কিউবারসি, ফারমিন লোপেজ এবং এরিক গার্সিয়া ফ্রান্সে অলিম্পিক গেমসে স্পেনের প্রতিনিধিত্ব করছেন।

রোববার ফ্লোরিডার অরল্যান্ডোতে যাবে বার্সেলোনা জাতীয় দল। সেখানে মঙ্গলবার বার্সা ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে।

সিটির বিপক্ষে ম্যাচ শেষে ৩ আগস্ট নিউ জার্সিতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা এবং ৬ আগস্ট মেরিল্যান্ডের বাল্টিমোরে এসি মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের সফর শেষ করবে।

এই তিন ম্যাচে এত খেলোয়াড় অনুপস্থিত থাকায় নতুন জার্মান কোচ হানসি ফ্লিক তরুণদের ব্যবহার করার সুযোগ পাবেন।

এর মাধ্যমে বার্সেলোনায় তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিটর রোকের ভবিষ্যত নিয়ে চলমান বিতর্কের মধ্যে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।

আগামী ১৭ আগস্ট ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে বার্সা।

Exit mobile version